জগন্নাথপুর পাইলগাঁও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় পাইলগাওঁ ইউনিয়নের স্বাধীন বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে স্বাধীন বাজারের বাজার তদারক কমিটির সভাপতি কয়ছর আহমেদের সভাপতিত্বে ও পুলিশ কর্মকর্তা এএস আই নুরে আলমের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জগন্নাথপুর থানার ওসি মোঃ আমিনুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ওসি আমিনুল ইসলাম বলেন, সামনে দ্বাদশ নির্বাচন এই নির্বাচনে কেউ যদি বিশৃঙ্খলা করে আইনশৃঙ্খলা বাহিনী তা শক্ত হাতে প্রতিহত করবে।

তিনি বলেন, আমরা চাই জনগণকে শান্তি দিতে, জনগণকে সেবা দিতে। ভোটের দিন আপনারা নির্ভয়ে ভোট দিতে যাবেন।।

এতে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন পাইলগাওঁ ইউনিয়নের চেয়ারম্যান হাজি মখলুছ মিয়া, স্থানী মুরুব্বি লিলু মিয়া, গফুর মিয়া, মাওলানা আশরাফুল ইসলাম, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা ওয়াহিদুল ইসলাম, ইউপি সদস্য ফারুক মিয়া, আব্দুল কাহির, ফজল মিয়া, মজুমদার আলী, আব্দুল আলিম নজম উদ্দিন, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রায়হান উদ্দিন, হাজী দুদু মিয়া, আবু সাঈদ, বিশিষ্ট ব্যবসায়ী ফারুক মিয়া প্রমুখ।

বিশিষ্ট ব্যবসায়ী হাফিজ উদ্দিন ও কয়ছর রশিদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় নির্বাচনকালীন আইন শৃঙ্খলা বিষয়ক আলোচনা হয়।