জগন্নাথপুরে সেলাই মেশিন ও সনদপত্র বিতরণ

সুনামগঞ্জের জগন্নাথপুর ডেভেলপমেন্ট সোসাইটি ইউকে’র উদ্যোগে ৩ মাসব্যাপী অসহায়, দুস্থ ও গরিব নারীদের বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান শেষে তাদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে আজ সোমবার (১৩ মার্চ) সকাল ১১টায় উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের আটঘর গ্রামের প্রবাসী ছুরুক মিয়ার বাড়িতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জগন্নাথপুর ডেভেলপমেন্ট সোসাইটি ইউকে’র সাবেক চেয়ারম্যান প্রবাসী ফজলু মিয়ার সভাপতিত্বে ও রইছ আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন জগন্নাথপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল হোসেন লালন।

বিশেষ অতিথি ছিলেন প্রবাসী সমসু মিয়া, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সামসুদ্দিন কামালী, প্রবাসী মিলন মিয়া, প্রবাসী রফু মিয়া কামালী, এলাকার মুরুব্বি ছানু মিয়া, আবুল কালাম ও আলকাছ মিয়া।

অনুষ্ঠানে ১৫ জন প্রশিক্ষণার্থীর মধ্যে সেলাই মেশিন ও সনদপত্র বিতরণ করেন অতিথিরা।

এসময় বক্তব্য দেন, প্রশিক্ষক সৌরভ বিশ্বাস, প্রশিক্ষণার্থী আয়শা বেগম, সুমাইয়া বেগম, মনিকা রানী বিশ্বাস, দিপ্তি রানী বিশ্বাস, ইত্তেফাক খান প্রমুখ।