সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (২ জানুয়ারি) সকাল ১১টায় জগন্নাথপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিল্লাল হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথি, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মধু সুধন ধর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম মুকলেছুর রহমান, পৌরসভার প্যানেল মেয়র সাফরুজ ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা খালেদ সাইফুল ও সমবায় কর্মকর্তা দেলোয়ার হোসেন।
এছাড়া উপকারভোগী ও সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।