জগন্নাথপুরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে ‘মা সমাবেশ’

সুনামগঞ্জের জগন্নাথপুরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে উপজেলায় প্রতিটি বিদ্যালয়ে ‘মা সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে।

‘শিক্ষা নিয়ে গড়বো দেশ, বাংলাদেশ’ এই স্লোগান নিয়ে বুধবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১০ টায় পৌর এলাকার ইকড়ছই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মা সমাবেশে অনুষ্ঠিত হয়।

এসময় অতিথিরা বলেন, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে মা’দের গুরুত্ব অত্যন্ত বেশি। একজন মা শুধু একজন অভিভাবকই নন, ছোট-ছোট শির্ক্ষাথীদের জীবনের প্রথম শিক্ষক। ছোট শিশুরা প্রথম পর্যায়ে পরিবারের মধ্যে মায়ের কাছ থেকেই প্রাথমিক শিক্ষা লাভ করে থাকে। তাই আমাদের শিক্ষক নিয়োগ নীতিমালায় ৬০ ভাগ নারী শিক্ষক নিয়োগ বিধান রাখা হয়েছে। আমাদের কর্মপরিকল্পনার মধ্যে মায়েদের অগ্রাধিকার দেয়া হচ্ছে।

তারা আরও বলেন, মায়েরা যত উন্নতভাবে সন্তান পরিচালনা করবে, শিশুরা তত ভালোভাবে বেড়ে উঠবে। শিশুদের একাডেমিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও মানবিক মূল্যবোধের উপরও জোর দিতে হবে। শুধু ভালো ছাত্র হলে চলবেনা, একইসাথে শিশুদের ভালো মানুষ হতে হবে। এ ক্ষেত্রে মায়েদের ভূমিকা প্রধান। তাই আমরা প্রাথমিক শিক্ষায় মা সমাবেশ, উঠান বৈঠক, হোম ভিজিট ইত্যাদিকে গুরুত্ব দিয়েছি।

ইকড়ছই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দীনের সভাপতিত্বে মা সমাবেশে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভুঁইয়া, ব্যবসায়ী ধনঞ্জয় বনিকসহ শিক্ষক ও অভিভাবকবৃন্দ।