২০২৩-২৪ অর্থবছরে আশ্রয়ণ-২ প্রকল্পের অধীন ‘ভূমিহীন গৃহহীন’ (ক-শ্রেণি) পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক জমি সহ গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন এবং জগন্নাথপুর উপজেলাকে ভূমিহীন- গৃহহীন মুক্ত ঘোষণা সংক্রান্ত প্রেস বিফ্রিং অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৬ জুন) জগন্নাথপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম জানান, আগামী ১০ জুন সকাল ১০ টায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে পুরো বাংলাদেশে ভূমিহীন গৃহহীন পরিবারকে গৃহের চাবি প্রদান করবেন। এরই মধ্যে জগন্নাথপুর উপজেলায় ৫’শ ৫৭টি ঘরের চাবি প্রদান করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরো জানান, এ উপজেলায় আর কোন ঘরের চাহিদা না থাকায় একইদিন জগন্নাথপুর উপজেলাকে ভূমিহীন- গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে। তবে কেউ ভূমিহীন ও গৃহহীন থাকলে আবেদন করার সুযোগ রয়েছে।
এসময় উপস্থিত ছিলেন জগন্নাথপুরের প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা তারা হলেন, দৈনিক সমকাল জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি তাজ উদ্দিন আহমেদ, দৈনিক যুগান্তর পএিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি সানোয়ার হাসান সুনু, দৈনিক ঈওেফাক পএিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি আব্দুল হাই, দৈনিক প্রথম আলো জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি অমিত দেব, বাংলা টিভি জগন্নাথপুর প্রতিনিধি গোবিন্দ দেব, দৈনিক কালের কন্ঠ জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি আলী আহমেদ, দৈনিক আজকের পএিকা জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি, জুয়েল আহমেদ, দৈনিক উওর পূর্ব, আমিনুল হক সিপন প্রমুখ।