সুনামগঞ্জের জগন্নাথপুরে পৌর এলাকায় বেশি দামে পেঁয়াজ বিক্রি করাযর দায়ে দুই দোকানিকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (১০ ডিসেম্বর) দুপুরে অধিদপ্তরের সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আল-আমিনের নেতৃত্বে জগন্নাথপুর বাজারে এই অভিযান চালানো হয়।
অভিযানকালে ক্রেতারদের নিকট ১৫০ থেকে ১৬০ টাকা দরে প্রতিকেজি পেঁয়াজ বিক্রি করায় হাবিব ভেরাইটিজ স্টোরকে নগদ ২০ হাজার টাকা ও লাভলী স্টোরকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুনামগঞ্জের সহকারী পরিচালক আল-আমিন বলেন, ১১০ টাকা দরে প্রতি কেজি পেয়াঁজ বিক্রি করার কথা থাকলে দোকানিরা ১৫০ থেকে ১৬০ টাকা দরে বিক্রি করছিলেন।
তিনি বলেন, অভিযানে প্রত্যেক দোকানিকে পণ্যের প্রতিদিনের ন্যায্য দাম মূল্য তালিকায় লেখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। কেউ যদি বেশি দামে পণ্য বিক্রির চেষ্টা করেন তাহলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।