জগন্নাথপুর থানা-পুলিশ ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে বিশেষ অভিযান চালিয়ে ১১টি মোটরসাইকেল আটক ও ৩ মোটর সাইকেল চালককে নগদ অর্থদণ্ড করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১ আগস্ট) জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক মিজানুর রহমানের নেতৃত্বে এবং ট্রাফিক পুলিশের সার্জেন্ট টিপু সুলতানের সমন্বয়ে পুলিশদল পৌরপয়েন্টে বিশেষ অভিযান চালিয়ে নিবন্ধনবিহীন মোটরসাইকেল, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকার অভিযোগে ১১টি মোটর সাইকেলকে আটক করে।
এসময় ৩টি মোটরসাইকেল চালককে নগদ অর্থ জরিমানা আদায় করে ছেড়ে দেয়া হয় এবং আটককৃত ১১টি মোটরবাইককে থানার হেফাজতে নিয়ে যাওয়া হয়।
অবৈধ মোটরসাইকেলের সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মোটর আইনে বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে।
ট্রাফিক পুলিশের সার্জেন্ট টিপু সুলতান বলেন, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ও আমার সমন্বয়ে মোটর সাইকেলের কাগজপত্র না থাকার কারণে মোটর আইনে মামলার রুজু করা হয়েছে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, মোটর সাইকেলের কাগজ পত্র সঠিক না থাকায় আটক করে মামলা রুজু করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।