জগন্নাথপুরে বাংলা টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল বাংলা টিভির প্রতিষ্ঠাবার্ষিকী ও ৭ম বর্ষে পদার্পণ উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুরে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯মে) সকাল ১১টায় জগন্নাথপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম লাল মিয়ার সভাপতিত্বে ও প্রেসক্লাবে সাধারণ সম্পাদক ও বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলা টিভির জগন্নাথপুর প্রতিনিধি গোবিন্দ দেবের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা সা-আধ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর থানা অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান, জগন্নাথপুর উপজেলা জনস্বাস্থ্য উপ প্রকৌশলী আব্দুর রব সরকার।

অনান্যের মধ্যে বক্তব্য রাখেন, জগন্নাথপুর পৌর সভায় ভারপ্রাপ্ত প্রকৌশলী সতীশ গোস্বামী, জগন্নাথপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক গোলাম সারোয়ার, প্রেসক্লাবের অর্থ সম্পাদক আলী হোসেন খান, ইমাম নিজাম উদ্দিন জালালী।

এ সময় উপজেলা বিভিন্ন সংবাদপত্রের সংবাদকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।