সুনামগঞ্জের জগন্নাথপুরে ছয় শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১১ মে ) সকাল নয়টায় এ উপলক্ষে উপজেলার দিঘলবাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। এতে প্রবাসীদের সংগঠন ‘রিমোট মেডিক্যাল রিলিফ’ এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।
ক্যাম্পেইনে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিনামূল্যে রোগ নির্ণয়, ফিজিওথেরাপি ও ওষুধ বিতরণ করা হয়েছে। এতে দেশ ও বিদেশের ছয়জন ডাক্তার, চারজন নার্স, ছয়জন ফার্মাসিস্টসহ ২০ জনের একটি টিম ক্যাম্পেইন পরিচালনা করেন।
কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলার আশারকান্দি ইউনিয়ন পরিষদ সদস্য শওকত হোসেন, জগন্নাথপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক গোবিন্দ দেব। এছাড়াও উপস্থিত ছিলেন ডা. বিলাল খান, ডা. সৈয়দ নজরুল, মেডিকেল ক্যাম্পের টিম লিডার জিল্লু মিয়া, সাদিকুর রহমান, শহিদুল ইসলাম, ইরশাদুর রহমান কাশিম, আলী তাওহীদ কামালী, বদরুল ইসলাম প্রমুখ।