জগন্নাথপুরে প্রদর্শনীভুক্ত কৃষকদের নিয়ে মতবিনিময় সভা

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রদর্শনী ভুক্ত চাষিদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ডিসেম্বর) উপজেলার পাইলগাঁও ইউনিয়নের সুর্বণকোনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি মন্ত্রনালয়ের পরিকল্পনা অনু বিভাগের অতিরিক্ত সচিব মো, মাহবুবুল হক পাটোয়ারী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সিলেট বিভাগে চাষাবাদের অপার সম্ভাবনা রয়েছে, অনাবাদি জমি চাষাবাদের আওতায় আনতে হবে এর জন্য সেচের পানির প্রয়োজন। সিলেটের কৃষকরা চাষে আগ্রহী রয়েছেন এবং চাষাবাদ বৃদ্ধি করতে কৃষকদের সরকারের পক্ষ থেকে সবধরনের পরামর্শ সহযোগিতা করা হবে।

অনুষ্ঠিত মতবিনিময় সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুনামগঞ্জ জেলার উপ-পরিচালক বিমল চন্দ্র সোম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি মন্ত্রনালয়ের পরিকল্পনা-২ অধিশাখার যুগ্ম সচিব মোহাম্মদ এনামুল হক, আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট বিভাগের উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক রকিব উদ্দিন, কৃষি মন্ত্রনালয় পরিকল্পনা -৫ শাখার উপ-সচিব তাসলিমা আহমেদ পলি।

জগন্নাথপুর উপজেলা কৃষি অফিসার কাওসার আহমেদ এর পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় জগন্নাথপুর উপজেলার উপ-সহকারী কৃষি অফিসার আমির আফজাল, সুমন চন্দ্র দাস, আবদুল কাদির সহ এলাকার শতাধিক কৃষাণ কৃষাণী উপস্থিত ছিলেন।