সুনামগঞ্জের জগন্নাথপুর বাচ্চাদের ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা যায়, মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে বাচ্চাদের ফুটবল খেলাকে কেন্দ্র করে ইউপি সদস্য মিলাদ আহমেদ ও স্থানীয় ঐয়ার মিয়ার মধ্যে কথা কাটাকাটি ও পরে উভয় পক্ষে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের চিকিৎসার জন্য পাঠায়। এর মধ্যে গুরুতর আহত কয়েকজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন : জগন্নাথপুরে শিশুদের ফুটবল খেলা নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ২০
পরে থানা পুলিশের অভিযানে ৬ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতার কৃতরা হলেন- কুবাজপুর গ্রামের আনোয়র মিয়ার ছেলে কফিল হোসেন ডালিম (৩০), বাবুল মিয়ার ছেলে আফজল মিয়া (২৯), আব্দুল কাদিরের ছেলে শহিদ মিয়া (২১), গিয়াস উদ্দিনের ছেলে দিলদার মিয়া ( ৩৮), ফিরোজ মিয়ার ছেলে রশিদ মিয়া (৪৫) ও আব্দুল কাদিরের ছেলে তানভির মিয়া ( ১৮)।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার ওসি মোঃ মিজানুর রহমান।