১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করেছে জগন্নাথপুর উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।
শুরুতে মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আবুল হোসেন লালন, উপজেলা পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মধু সদন ধর।
পরে দুপুর ১২টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রশিদ ভুইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিমের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জগনাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তাদির আহমেদ, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জয়দীপ সূত্রধর বিরেন্দ্র, যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, ছাত্রলীগ সভাপতি মুকিত আহমেদ, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাবিবুর রহমান প্রমুখ।
শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের আত্মার মাগফেরাত কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সিলেট ভয়েস/এএইচএম