জগন্নাথপুরে গ্রামীণ ব্যাংকের ১ লক্ষ ৩০ হাজার চারাগাছ বিতরণ

“গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি” শ্লোগানে বন ও পরিবেশ মন্ত্রনালয়ের সহযোগিতায় গ্রামীণ ব্যাংকের উদ্যোগে সারা দেশের ন্যায় সুনামগঞ্জ জোনের জগন্নাথপুর এরিয়ার ১১ টি শাখায় ১১ লক্ষ ফলজ ও বনজ গাছের চারাগাছ রোপনের উদ্যোগ গ্রহন করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জুন) পশ্চিম পাগলায় গ্রামে গ্রামীনব্যাংক সদস্যদের মধ্যে এক লক্ষ তিরিশ হাজারের বেশি চারা গাছ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে গ্রামীণ ব্যাংক পশ্চিম পাগলা দক্ষিণ সুনামগজ্ঞ শাখার ম্যানাজার মোঃ আজহারুল হকের সভাপতিত্বে ও সহকর্মীদের উপস্থিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগজ্ঞ জোনের সুযোগ্য জোনাল ম্যানেজার মোহাম্মদ মোশারেফ হোসেন ও বিশেষ অতিথি জগন্নাথপুর এরিয়া ম্যানেজার বিপুল চন্দ্র রায়।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রত্যেক সদস্য চারা গাছ গুলো রোপন করে তার সঠিক পরিচর্যা করবেন এবং অন্যকে গাছ লাগাতে উৎসাহিত করবেন। কেন্দ্রের শৃঙ্খলা ও কর্মসূচি বাস্তবায়নে সহকর্মীদের আন্তরিকতার সাথে কাজ করার জন্য অনুরোধ করেন এবং উপস্থিত সকল সদস্যদের মাঝে চারাগাছ বিতরণ করেন।