সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৩ নং মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহবুবুল হক শিরিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রোববার (২৪ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব পলি কর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
বরখাস্তকৃত চেয়ারম্যান মিরপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাবেক অর্থ বিষয়ক সম্পাদক।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইউপি চেয়ারম্যান মো. মাহবুবুল হক ১০ কার্য দিবসের মধ্যে সুনামগঞ্জ জেলা প্রশাসক বরাবর কারণ দর্শানোর কথা বলা হয়েছে। জানা যায়, জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নে দীর্ঘদিন ধরে অনুপস্থিত রয়েছেন। বরখাস্ত হওয়া চেয়ারম্যান মাহবুবুল হক বর্তমানে লন্ডনে অবস্থান করছেন।
এর আগে, গত ২৪ সেপ্টেম্বর জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার আল বশিরুল ইসলাম মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অনুপস্থিত তদন্ত করেন। তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠালে মন্ত্রণালয় (২৫ নভেম্বর) চেয়ারম্যান মাহবুবুল হককে সাময়িক বরখাস্তের চিঠি জগন্নাথপুর উপজেলা নির্বাহী কার্যালয়ে পাঠান।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মো. বরকত উল্লাহ বলেন, মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহবুবুল হককে বরখাস্তের চিঠি পেয়েছি।
এ ব্যাপারে মিরপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আব্দুল ওয়াহাব বলেন, আমি শুনেছি সাময়িক বরখাস্তের কাগজ এসেছে। আমার হাতে এখনো পৌঁছায়নি।