জকিগঞ্জে ৯ জুয়াড়ি ও ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১২

সিলেটের জকিগঞ্জ পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় ৯ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।

রোববার রাত সোয়া ৯টার দিকে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেনের নেতৃত্বে ইন্সপেক্টর (তদন্ত) আদনানসহ একটি টিম অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটক জুয়াড়িরা হলো, আ‌নোয়ার হো‌সেন (৩০), শিবলু আহমদ (৩৬), কামরান আহমদ (২২), হাসান আহমদ (২১), তা‌রেক আহমদ (১৯), আব্দুল বা‌ছিত (৩৫), আব্দুস সামাদ (২৩), খা‌লেদ আহমদ (২৮) ও সাইফুল ইসলাম (৩৭)।

এসময় তাদের কাছ থেকে ৯টি স্মার্টফোনসহ মোট ১৩টি মোবাইল, নগদ ১৩৬৫৯ টাকা এবং জুয়া খেলার সরঞ্জামাদি জব্দ করা হয়।

পরবর্তীতে তাদের বিরুদ্ধে জকিগঞ্জ থানায় জুয়া আইনে নিয়মিত মামলা রুজুর মাধ্যমে আজ ০৬ মার্চ আদালতে সোপর্দ করা হয়েছে।

এদিকে উপরোক্ত নয়জন ছাড়াও পৃথক অভিযানে একজন সাজাপ্রাপ্ত আসামিসহ আরও দুই ওয়ারেন্টভুক্ত আসামি এবং ধর্ষণ মামলার এক আসামিকেও গ্রেপ্তার করে একই সাথে আদালতে প্রেরণ করা হয়েছে।

এর মধ্যে ধর্ষণ মামলার আসামি হলো, উপজেলার বিয়াবাইল গ্রামের আব্দুল বাছিতের ছেলে কাউসার আহমদ, ওয়ারেন্টভুক্ত আসামি বারগাত্তা গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে মখলিছুর রহমান ও সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি বারঠাকুরী গ্রামের আব্দুল খালিকের ছেলে ইউসুফ আলী।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।