জকিগঞ্জ থেকে জুয়া মামলায় সাজাপ্রাপ্ত ২ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুজন হলেন, উপজেলার গড়রগ্রাম এলাকার মো. মহরম আলীর ছেলে মো. আলিম উদ্দিন (২৫) ও লাফাকোনা গ্রামের মো. তাহের আলীর ছেলে মো. আব্দুল হান্নান (৩০)।
আজ সোমবার ভোর রাতে জকিগঞ্জ থানা পুলিশের এক চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার বিরশ্রী ইউনিয়নের পৃথক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।
সিলেট জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা) মো. সম্রাট তালুকদার জানান, আসামিদের বিরুদ্ধে ১৮৬৭ সালের জুয়া আইনের ৩ ধারার অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় দোষী সাব্যস্ত করে তাদেরকে ০৩ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ২০০ টাকা জরিমানা অনাদায়ে আরো ০১ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করে বিজ্ঞ আদালত। আসামিদেরকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালত প্রেরণ করা হয়েছে।