জকিগঞ্জে পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীকে মারধরের অভিযোগ

জকিগঞ্জের সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে এক আলিম পরীক্ষার্থীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী শিক্ষার্থী আলমাছ আহমদ এ ব্যাপারে বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাতে জকিগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার নিকট লিখিত অভিযোগ করেছেন।

পরীক্ষার্থীর লিখিত অভিযোগ থেকে জানা যায়, বৃহস্পতিবার আলিম পরীক্ষা শুরুর পূর্বে মাদ্রাসার অফিস সহকারী শহিদ উদ্দিন রাজু মাদ্রাসা গেটে শিক্ষার্থীদের শরীর তল্লাসী করে। এসময় প্যান্ট খুলে দেখাতে বললে শিক্ষার্থী আলমাসসহ অন্যান্য পরীক্ষার্থীরাও প্রতিবাদ জানায়। এতে ক্ষিপ্ত হয়ে অফিস সহকারী শহিদুল উদ্দিন রাজু পরীক্ষার্থীকে মারধর করে গুরুতর আহত করে। অসুস্থ অবস্থায় পরীক্ষার্থী আলমাছ পরীক্ষা দিতে যায়। পরীক্ষা শুরুর কিছুক্ষণ পরই কেন্দ্র সচিব ও মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হুসাইন আহমদ ঐ শিক্ষার্থীর প্রবেশপত্র নিয়ে যান এবং অফিসে যাওয়ার জন্য নির্দেশ দেন। পরীক্ষা শেষে পরীক্ষার্থী আলমাছ অফিসে গেলে কেন্দ্র সচিব তাকে বেত দিয়ে মারতে উদ্ধত হলে অন্য শিক্ষকরা তাকে রক্ষা করেন। পরীক্ষার্থী আলমাছ তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

অফিস সহকারী শহিদ উদ্দিন রাজু এ ব্যাপারে বলেন, পরীক্ষার্থীরা মোবাইল ফোন নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে গেলে বাঁধা দেওয়ায় তারা উচ্ছৃংখল আচরণ করে। পরীক্ষার্থীকে মারধরের কোন ঘটনা ঘটেনি।

এ ব্যাপারে কেন্দ্র সচিব হুসাইন আহমদ তাপাদার বিষয়টি মাদ্রাসার অভ্যন্তরীন বিষয় উল্লেখ করে বলেন। শিক্ষার্থীকে মারধরের অভিযোগটি সত্য নয়। তিনি বলেন সৃষ্ট ঘটনার বিষয়টি পরীক্ষার্থীর পিতার সাথে সমাধান করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার এ.এম. ফয়সাল বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।