জকিগঞ্জে আইনশৃংখলা সংক্রান্তে ডিআইজির মতবিনিময়

সিলেট রেঞ্জ এর নবাগত ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান জকিগঞ্জ থানা এলাকায় আইন-শৃঙ্খলা সংক্রান্তে সুধীজনের সাথে মতবিনিময় করেছেন।

সোমবার (০৩ মার্চ) দুপুরে জকিগঞ্জ থানা মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত পুলিশ সুপার জকিগঞ্জ সার্কেল জাকির হোসেনের উপস্থাপনায় এতে বক্তব্য রাখেন, অতিরিক্ত ডিআইজি প্রশাসন নাবিলা জাফরিন, পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, ইউএনও এ.কে.এম ফয়সাল, ওসি মোশাররফ হোসেন, পৌর মেয়র আব্দুল আহাদ, নারী ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, ইউপি চেয়ারম্যান আশরাফুল আম্বিয়া, এমএজি বাবর, মঞ্জুরুল হামিদ চৌধুরী, বাবর হোসাইন, মোস্তফা আহমদ প্রমুখ।

জিআইজি বলেন, জেলা শহর থেকে ৯০ কিলোমিটার দূরের জকিগঞ্জকে প্রশাসনের পক্ষ থেকে অধিক গুরুত্ব প্রদান করা হয়। ওই এলাকায় মাদক, জুয়া ও নারী নির্যাতন বন্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। জকিগঞ্জকে মাদকমুক্ত করতে তিনি সকলের সহযোগিতা ও হাত বাড়ানোর আহবান জানান।

সকলের সহযোগিতা পেলে বৃহৎ পরিধির জকিগঞ্জে একাধিক পুলিশ ফাঁড়ি করারও ঘোষণা দেন তিনি।