ভোলায় বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে এক কারিগরের মৃত্যু হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।
সোমবার (২১ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের জনতা বাজারসংলগ্ন শরিফুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। শরিফুল ধলীগৌরনগর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
শরিফুলের বাবা আজহারুল ইসলাম মাঝি ছেলের কক্ষে বোমা বিস্ফোরণের তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তির নাম মো. মনির বয়াতি (৪৭)। তিনি জনতা বাজার এলাকার তালেব আলীর ছেলে। বিস্ফোরণে আহত মো. ফিরোজ (৩৫) একই এলাকার অজিউল্লাহ মাঝির ছেলে। ফিরোজকে ঢাকার একটি হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে।
স্থানীয় ইউপি সদস্য মো. সালাউদ্দিন বলেন, মনির বয়াতি অনেক আগ থেকেই বোমার কারিগর হিসেবে পরিচিত।
তবে জেলা পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান বলেন, বোমা বানাতে গিয়ে, না কি কেউ বোমা ছুড়ে বিস্ফোরণ ঘটিয়েছে, সঠিকভাবে তা এখন বলা যাচ্ছে না। এ ঘটনায় তদন্ত চলছে।
ছাত্রলীগ নেতা শরিফুলের বাবা আজহারুল ইসলাম বলেন, গতকাল রাত ১২টার দিকে তিনি ঘুমিয়ে ছিলেন। হঠাৎ বোমা বিস্ফোরণের শব্দে ঘুম ভেঙে যায়। তখন উঠে দেখেন, তার ছেলে মো. শরিফুল ইসলামের ঘরের চাল ও বেড়া উড়ে গেছে। ঘর থেকে পুত্রবধূরা নাতি-নাতনিদের নিয়ে দিগ্বিদিক ছুটছিলেন। ছেলেরা তখন বাজারে ছিলেন। তিনি ধোঁয়ার কারণে ভালোভাবে কিছু দেখতে পারছিলেন না। পরে যখন ধোঁয়া কমে যায়, তখন মনির বয়াতি ও মো. ফিরোজকে রক্তাক্ত পড়ে থাকতে দেখেন।
সূত্র্র : মানবজমিন