ছাতক-দোয়ারায় দুর্গতদের মাঝে ৪৮ বিজিবির ত্রাণ সহায়তা

ছাতক ও দোয়ারাবাজার উপজেলায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

রোববার (২৬ জুন) বিজিবি-৪৮ ব্যাটালিয়নের অধীনস্থ লাফার্জ, সোনালীচেলা, নোয়াকোট এবং সোনারহাট বিওপি’র দায়িত্বপূর্ণ বন্যা কবলিত বিভিন্ন এলাকায় বন্যার্তদের মাঝে বিজিবি কর্তৃক ৬০টি পরিবারের মধ্যে (২৪০ জনের) এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

বন্যার্তদের সাহায্যার্থে নিয়মিতভাবে প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক।

সাম্প্রতিক বন্যা শুরু হওয়ার পর থেকেই দেশের বিভিন্ন প্রান্তে সীমান্তবর্তী বন্যাকবলিত অসহায় প্রান্তিক জনগণের পাশে দাঁড়িয়েছে বিজিবি। সিলেট ও সুনামগঞ্জ ছাড়াও লালমনিরহাট, কুড়িগ্রাম, শেরপুর, জামালপুর, নেত্রকোনাসহ বন্যাকবলিত বিভিন্ন স্থানে বিজিবি বন্যার্তদের সহায়তায় কাজ করে যাচ্ছে তারা।

এ লক্ষ্যে বিজিবি বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য ০১৭৬৯৬০০৫৫৫ এবং ০১৮৮৯৬০০৫৫৫ দুটি টোল ফ্রি নম্বর চালু করেছে।