
সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে ট্রাকের ধাক্কায় আহত আফরোজ আলী চান মিয়া (৪৬) নামের এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন। নিহত আফরোজ আলী চান মিয়া ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের ভুইগাঁও গ্রামের মৃত হারিছ আলীর পুত্র।
রোববার (১৫ জুলাই) বিকালে মহাসড়কের কাজী বাড়ি নামক স্থানে ট্রাকের ধাক্কায় আহত হয়ে সোমবার (১৬ জুলাই) সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আফরোজ আলী চান মিয়া তার ভুইগাঁও গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেল যোগে সিলেটের নিজ বাসায় যাওয়ার পথে কাজী বাড়ি নামক স্থানে পৌঁছলে সামন দিক থেকে আসা ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত আফরোজ আলী চান মিয়াকে স্থানীয় লোকজন সিলেট এমএজি ওসমানী মেডিকল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনার এক দিন পর সোমবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।