সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরীর সমর্থনে সভায় জামায়াত সোহেলকে বঙ্গবন্ধুর সাথে তুলনা করে বক্তব্য দিয়েছেন তার ছোট ভাই সেলিম চৌধুরী।
সোমবার (১১ ডিসেম্বর) ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে শামীম চৌধুরীর সমর্থনে মতবিনিময় সভায় এই বক্তব্য দেন তিনি।
এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে আওয়ামী লীগ দেখা দেয় মিশ্র প্রতিক্রিয়া। আর সেই বক্তব্যের একটি ভিডিও রেকর্ড এ প্রতিবেদকের কাছে সংরক্ষিত।
কারাবন্দী জামায়াত নেতা সোহেলকে বঙ্গবন্ধুর সাথে তুলনা করে শামীম চৌধুরীর ছোট ভাই সেলিম চৌধুরী বলেন, “বঙ্গবন্ধু তো জেলেই ছিল। বঙ্গবন্ধু তো আর বাংলাদেশে ছিল না। বঙ্গবন্ধু যদি জেলে থাইকা বাংলাদেশ স্বাধীন করতে পারলো, তাইলে সোহেল চেয়ারম্যান কি জেলে থেকে তার লোকদের নির্দেশ দিতে পারবে না। আমি মনে করি মুক্ত সোহেলের চেয়ে বন্দি সোহেল আরও শক্তিশালি। আমি মনে করি তাকে জেলে ডুকিয়ে তার জনপ্রিয়তা আরও বাড়িয়ে দিয়েছেন। আমি মনে করি সে এখন আরও বড় নেতা। আর যদি কোনও সময় তার দল যদি কোনও সময় ক্ষমতায় যায় তা হলে….
সেলিম চৌধুরী তার বক্তব্যে ইঙ্গিতপূর্ণ ভাবে আওয়ামী লীগ সরকারের পতন চেয়েছেন।
এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী শামীম আহমদ চৌধুরী বলেন, জামায়াত নেতাকে কি ভাবে বঙ্গবন্ধুর সাথে তুলনা করবে? বাংলাদেশে বঙ্গবন্ধুর সাথে তুলনা করার মত কেউ নেই। এটাকে শর্টকাট করে কপি পেস্ট করে ভাইরাল করা হয়েছে। বঙ্গবন্ধুর সাথে কারো তুলনা হয় না বাংলাদেশে। আমরা আওয়ামী লীগের রাজনীতি করি সব সময়। এটা সাজানো ঘটনা।
জানা যায়, সেলিম চৌধুরী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের পদে রয়েছেন।