চুনারুঘাটে ভোক্তার অভিযান, দুই প্রতিষ্ঠানে জরিমানা

হবিগঞ্জ জেলার চুনারুঘাট পৌরশহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে পৌরসভার কাঁচাবাজারসহ বিভিন্ন সড়ক ও মার্কেটে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিয়া আমিন পাপ্পা।

অভিযানে অতিরিক্ত দ্রব্যমূল্য, মূল্য তালিকা না থাকা ও মেয়াদোত্তীর্ণ পণ্যের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৩ এবং ৩৮ ধারায় ২টি মামলায় কাশফুল এর মালিক সৈয়দ ফজলুকে ২ হাজার ও খায়ের হোটেলের স্বত্বাধিকারী খায়ের মিয়াকে ২ হাজার পাঁচশত টাকা করে মোট চার হাজার পাঁচশত টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে।

এসময় অতিরিক্ত দামে পণ্য বিক্রি না করতে প্রশাসনের পক্ষ থেকে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়। অভিযানে সার্বিকভাবে সহযোগিতায় ছিল থানা পুলিশের একটি টিম।