হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় দিন দিন বেড়েই চলেছে ‘চোখ ওঠা’ রোগীর সংখ্যা। উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিভিন্ন এলাকায় শিশু, নারী, পুরুষ ব্যাপক হারে চোখের সংক্রমণে আক্রান্ত হয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীর সংখ্যা কম দেখা গেলেও পাড়ায় পাড়ায় এই রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।
চোখের এই রোগটি ইংরেজিতে কনজাঙ্কটিভাইটিস নামে পরিচিত, যা ভাইরাসজনিত একটি রোগ। এ ধরনের রোগ সাধারণত এক চোখকে আক্রান্ত করে পরবর্তীতে অন্য চোখেও স্থানান্তর হয়। এতে চোখের পাতা ফুলে যায়, চোখ জ্বালাপোড়া করে। চোখ থেকে পানি পড়ে এবং সবুজাভ হলুদ রঙের ময়লা জাতীয় পদার্থ বের হয়। ঘুম থেকে ওঠার পর দুই চোখের পাতা জটলা লেগে থাকে। রোগটি ছোঁয়াছে হওয়ায় পরিবারের এক সদস্যের হলে বাকি সদস্যরাও আক্রান্ত হয়।
এ বিষয়ে চুনারুঘাট উপজেলার স্বাস্থ্য কর্মকর্তার সাথে কথা হলে তিনি জানান, বিষয়টি সম্পর্কে আমি অবগত আছি। এটি মারাত্মক কোনো ব্যাধি নয়। এটি ভাইরাসজনিত একটি রোগ। কোনো ব্যক্তি সংক্রমিত হলে জ্বর, ব্যথাসহ শারীরিক সমস্যা হবে। তবে বিধিনিষেধ মেনে চললে দুই-চারদিনে সুস্থতা লাভ করা যায়।