চুনারুঘাটে বইপাঠ প্রতিযোগিতা-২০২৩ উদযাপন

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় পদক্ষেপ গণপাঠাগারে বইপাঠ প্রতিযোগিতা-২০২৩ উদযাপন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জৈষ্ঠ্যপুত্র শেখ কামালের জন্মদিন পালন করা হয়েছে।

শনিবার (৫ই আগষ্ট) সকালে বইপাঠ প্রতিযোগীতা-২০২৩ উদযাপন ও বিকালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চুনারুঘাট উপজলা পরিষদের হলরুমে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের উপ সচিব ও পদক্ষেপ গণপাঠাগারের সভাপতি মোস্তফা মোরশেদ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার নবাগত জেলা প্রশাসক দেবী চন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক, হবিগঞ্জ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ কবি ও সাহিত্যিক জাহানারা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিয়া আমিন পাপ্পা, চুনারুঘাট সরকারি কলেজের প্রভাষক মুহিব আহমদ।

পদক্ষেপ গণপাঠাগারের উদ্যোগ প্রতিবারের মত এবারও বইপাঠ প্রতিযোগীর আয়োজন করে। এতে উপজেলার বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় তিন শতাধিক ছাত্রছাত্রী রেজিষ্ট্রেশনের মাধ্যমে উক্ত প্রতিযোগীতায় অংশগ্রহণ করে। সকাল ৯টায় বিয়্যাম ল্যাবরেটরি স্কুলে দুই ঘন্টাব্যাপী ক, খ ও গ তিন বিভাগে বিভিন্ন কবি সাহিত্যিকগণের প্রবন্ধ, রচনা ও সাহিত্যের উপর বইপাঠ করেন।

পরবর্তী আধাঘন্টা ত্রিশ মার্কের উপর পরীক্ষা অংশগ্রহণ করেন। পরীক্ষার ফলাফল অনুসারে তিন বিভাগে সেরা নয়জনসহ ২১ জনকে পুরষ্কৃত করা হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে পদক্ষেপ গণপাঠাগারের সাধারণ সম্পাদক এস এম মিজানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক নুর উদ্দিন, হবিগঞ্জ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক শোয়েব চৌধুরী ও রাশেদ খান এবং বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক, অধ্যক্ষ জাহানারা বেগম ও পদক্ষেপ গণ পাঠাগারের সভাপতি মোস্তফা মোরশেদ।

সমাপনী বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলার নবাগত জেলা প্রশাসক দেবী চন্দ। তিনি দীর্ঘ বক্তব্যে সাহিত্যে ও বইপাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন এবং সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্য প্রবন্ধ, গল্প, রম্য-কবিতাসহ অবসরে বইপাঠের পরামর্শ দেন।

তিনি সকলের উদ্দেশ্য প্রতিদিন সেগুলোসহ ব্যক্তিগত ভাবে ডাইরিতে নিজের মত করে কিছু লিখার পরামর্শ দেন এবং সকলের লেখাগুলো এই উপজেলাসহ হবিগঞ্জের সকল উপজেলার মধ্যে উক্ত লেখা সংগ্রহ করে জেলা প্রশাসকের উদ্যোগে সপ্তাহিক বা অর্ধমাসিক সাহিত্যপত্র প্রকাশনার ঘোষণা দেন।

বক্তব্য শেষে প্রধান অতিথি বিজয়ী সকলের মাঝে নিজ হাতে পুরষ্কার বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন কবি এমএ ওয়াহেদ, কবি অপু চৌধুরীসহ পদক্ষেপ গণপাঠাগারের সহ সভাপতি হুমায়ুন কবির চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফুলমিয়া খন্দকার মায়া, গণমাধ্যম কর্মী শেখ তানভীর, আব্দুল হাই প্রিন্স, জিলানী আকঞ্জীসহ সরকারি কর্মকর্তা কর্মচারীগণ।