হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) এর হবিগঞ্জ জেলার পুলিশ সুপার হায়াতুন নবী।
বুধবার (১৭ জানুয়ারি)সকালে উপজেলার ৭নং উবাহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ভুক্তভোগী এজাজ ঠাকুর চৌধুরীর বাড়িতে ঘটে যাওযা ডাকাতির ঘটনা স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হলে হবিগঞ্জ পিবিআই’র এসপি ঘটনাস্থলে পরিদর্শনে আসেন।
এসময় তার সাথে ছিলেন-পিবিআিই’র ইনস্পেকটর আব্দুল মালেক পিপিএম, চুনারুঘাট থানা অফিসার ইনচার্জ হিল্লোল রায়, পিবিআই’র এসআই সাফায়াত হোসেন, এস আই আব্দুল আহাদ প্রমুখ।
জানা যায়, গত সোমবার মধ্যরাতে অজ্ঞাত ডাকাতরা স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাজ ঠাকুর চৌধুরীর বসতঘর ছাড়াও পার্শ্ববর্তী ঘরে ঢুকে বাড়িতে থাকা সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে, হাত পা বেঁধে নগদ টাকা, অলংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। এতে আনুমানিক পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।