চুনারুঘাটে এডভোকেসি নেটওয়ার্ক সদস্যদের রিফ্রেশার্স ট্রেনিং সমাপ্ত

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় এডভোকেসি নেটওয়ার্ক কমিটির পঁচিশ সদস্যদের দুই দিনব্যাপী রিফ্রেশার্স ট্রেনিং সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ আগস্ট) সকালে পদক্ষেপ গণপাঠাগার সভা কক্ষে দু’দিনব্যাপী রিফ্রেশার্স ট্রেনিংয়ের সমাপনী দিনে বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কাদির লস্কর, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক, সমাজসেবা কর্মকর্তা বারিন্দ্র চন্দ, তথ্য আপা আকলিমা আক্তার, দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকা সহযোগী সম্পাদক সাংবাদিক মঈনউদ্দীন, বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হক খান,ওয়েভ ফাউন্ডেশন সিলেট বিভাগীয় এসিস্ট্যান্ট ফ্যাসিলেটেটর জোবায়ের আহমেদ, উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সভাপতি ফজল আহমদ, মোহাম্মদ সুমন, সাংবাদিক এফ এম খন্দকার মায়া প্রমুখ।

উপজেলা এডভোকে্সি নেটওয়ার্ক কমিটির আয়োজনে “পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্প”-এর আওতায় ইউরোপীয়ান ইউনিয়নের আর্থিক এবং ক্রিশ্চিয়ান এইড’র কারিগরি সহযোগিতায় কমিটির ২৫ জন সদস্যকে এ ট্রেনিং দিয়েছেন এনজিও সংস্থা ওয়েভ ফাউন্ডেশন।

এতে উপজেলা অতিথিগণ ওয়েব ফাউন্ডেশন সহ সকল সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন সহসরকারী বেসরকারি যেকোন সহযোগিতায় সর্বাত্মক সহযোগিতা করার আশ্বস্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন আব্দুল মালেক তালুকদার, আকরামুল ইসলাম, এমরান আহমেদ স্বপন, তোফাজ্জল মিয়া, রাবেয়া খাতুন, নাজমা আক্তার, তৃতীয় লিঙ্গের প্রতিনিধি ডালিয়া , খোকন রবিদাস, মুন্নি বাকতি, মিজান বাহার, অঙ্গুর দেববর্মা, রনজিত, কৃষ্ণ কুমার সিংহ, সুমি সিংহ, নাজমিন আক্তার, সাবিনা ইয়াসমিন, শিমু আক্তার, বিনয় কুমার সিংহ, মধু নায়েক।