হবিগঞ্জ জেলার চুনারুঘাটে উপজেলায় অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ২৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (২৫ মে) দুপুরে উপজেলা প্রশাসনের কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কাদির লস্কর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক।
সভায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) ফাতেমা হক জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্দেশ্য, প্রত্যাশিত লক্ষ্যমাত্রা, ক্যাম্পেইন কার্যক্রম ও ম্যাপ আপডেট, শিশু নিবন্ধনের জন্য বাড়ি পরিদর্শন, পুষ্টি বার্তাসমূহ, ক্যাম্পেইনের দিন ও সেচ্ছাসেবী ব্যবস্থাপনাসহ সামগ্রিক বিষয়ে মুখ্য আলোচনা করেন। তিনি জানান, আগামী চার দিন যাবৎ উক্ত ক্যাম্পেইন কার্যক্রম চলমান থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস লুৎফর রহমান মহালদার, পৌরসভার মেয়র সাইফুল আলম রুবেল, ২ নম্বর আহম্মাদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন পলাশ, ৩ নম্বর দেওরগাছ ইউনিয়নের চেয়ারম্যান রুমন ফরাজি, ৪ নম্বর ইউনিয়নের চেয়ারম্যান ওয়াহেদ আলী, ৫ নম্বর শানখলা ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট নজরুল ইসলাম, ৬ নম্বর ইউনিয়নের চেয়ারম্যান নোমান চৌধুরী, ৭ নম্বর উবাহাটা ইউনিয়নের চেয়ারম্যান এজাজ ঠাকুর চৌধুরী, ৮ নম্বর ইউনিয়নের চেয়ারম্যান আব্দালুর রহমান, ৯ নম্বর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন, ১০ নম্বর ইউনিয়নের চেয়ারম্যান মানিক সরকার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফাতেমা হক, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহিদুল ইসলাম, প্রকল্প কর্মকর্তা প্রাবন পাল, মৎস্য কর্মকর্তা জাকির হোসেন, সমাজসেবা কর্মকর্তা বারিন্দ্র চন্দ্র পালসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিকগণ।