গেল মাসের টানা উত্তেজনাকে ঘিরে সিলেট নগরজুড়ে ছিল স্থবিরতা। সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের ঘোষণার পর উল্লাসে মেতে ওঠেন শহরবাসী। এসময় বিভিন্ন স্থাপনা, দোকানপাট ও আওয়ামী সমর্থক রাজনীতিকদের ঘরবাড়িতে হামলাও চালানো হয়। তবে সবকিছু ছাপিয়ে, বুধবার সকাল থেকে সিলেট নগরে গাড়ির চাকা সচল রয়েছে। খুলেছে দোকানপাটও। যেন প্রাণ ফিরে পেতে শুরু করেছে সিলেট নগর।
এদিকে সকাল থেকেই নগরের মোড়ে মোড়ে ট্রাফিকের দায়িত্ব পালন করতে দেখা গেছে আনসার সদস্যদের৷
সিলেট সিটি কর্পোরেশনের কার্যক্রম বন্ধ থাকায় সিলেটের বিভিন্ন জায়গায় ময়লা-আবর্জনা জমে জনসাধারণের জন্য অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয়েছে।
এমন পরিস্থিতিতে সিলেট শহর পরিষ্কার রাখতে ভোরে জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজির বাজার মাদ্রাসার শিক্ষার্থীদের পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযানে অংশ নিতে দেখা যায়৷
জনমনে স্বস্তি ফিরে আসায় সকাল থেকে কর্মস্থলে যোগ দেন পেশাজীবিরাও৷