গ্যাসের দাম বৃদ্ধির ফলে দেশের অর্থনীতিতে বিরুপ প্রভাব পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার (৫ জুন) রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এর প্রতিবাদ জানান।
বিএনপি মহাসচিব বলেন, ‘গ্যাসের মূল্য বৃদ্ধি জনজীবনে মূল্যস্ফীতির চাপ বৃদ্ধির পাশাপশি সামগ্রিক ব্যয় অসহনীয়ভাবে বেড়ে যাবে। জনজীবনে দুর্গতির মাত্রা চরম পর্যায়ে উপনীত হবে। এই দাম বৃদ্ধিতে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম হু-হু করে বাড়তে থাকে। মধ্যম ও নিন্ম আয়ের মানুষ ভয়ানক দুর্ভোগের মধ্যে পড়বে।’
পৃথক আরেক বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকার ধামরাই পৌরসভা বিএনপির সভাপতি ও তিনবারের নির্বাচিত পৌর মেয়র নাজিউর রহমান মঞ্জুকে দুদকের মামলায় ৪ বছর সাজা দেয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তার দাবি, দুদকের মামলাটি মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
বিএনপি মহাসচিব বলেন, ‘অবিরাম গতিতে বিএনপিসহ বিরোধী দলগুলোর নেতাকর্মীদেরকে গ্রেফতার এবং তাদের বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক কাহিনী তৈরি করে মামলা দায়ের করা হচ্ছে। অবৈধ সরকার নিজেদের ক্ষমতাকে পাকাপোক্ত করতে বিরোধী রাজনৈতিক নেতাদের দমন-পীড়নকে হাতিয়ার হিসেবে নিয়েছে। তারই অংশ হিসেবে ভুয়া, বানোয়াট ও সাজানো মামলায় নাজিউর রহমান মঞ্জুর দুদকের মিথ্যা মামলায় ৪ বছর সাজা দেয়া হয়।’