দেশজুড়ে বিএনপি-জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে গোলাপগঞ্জে রাজপথে শক্ত অবস্থান নিয়েছে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন। তবে মাঠে নেই বিএনপি।
রোববার (২৯ অক্টোবর) সকাল থেকে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নেন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।এরপর দুপুরে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল ও পথসভা করেন তারা।
পথসভায় বক্তারা বলেন, বিএনপি-জামায়াত দেশে অবৈধ হরতালের নামে নাশকতা সৃষ্টির পায়তারা করছে। তাদের এই উদ্দেশ্য কখনো সফল হতে দিব না। তাদের বিরুদ্ধে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন আজ সারাদিন রাজপথে অবস্থান নিবে।
এদিকে বিএনপি-জামায়াত হরতাল ডাকলেও রাজপথে তাদের দেখা মেলেনি। তবে সকালে উপজেলার হেতিমগঞ্জ বাজারে ছাত্রলীগের সাথে বিএনপির মারামারির ঘটনা ঘটেছে বলে জানা যায়। এসময় পুলিশ বিএনপির এক নেতাকে আটক করে বলে জানা যায়।
এসময় উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশকে অবস্থান করতে দেখা যায়।
এবিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, একটু ঝামেলায় আছি। পরে কথা বলবো।
সিলেট ভয়েস/এএইচএম