সিলেটের গোলাপগঞ্জে সাজাপ্রাপ্ত আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
গতকাল শনিবার (৩ জুন) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে চালিয়ে পুলিশ এসব আসামিদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- পৌর এলাকার ঘুগারকুল গ্রামের মৃত সনু মিয়ার ছেলে ফারুক আহমদ (৩৮), বুধবারী বাজার ইউনিয়নের বাগিরঘাট গ্রামের আমির আলীর ছেলে বিলাল আহমদ (৪৪) ও বাঘা ইউনিয়নের কালাকোনা গ্রামের মৃত ইলেন্দ্র কান্ত দেবের ছেলে নিউটন কান্ত দেব (আবদুল্লাহ)।
পুলিশ জানায়, গত শনিবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে জিআর ও সিআর মামলা পরোয়ানাভুক্ত রয়েছে।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেপ্তারের পর আদালতে প্রেরণ করা হয়েছে।