গতকাল রোববার (৩১ মার্চ) রাতে মাত্র কয়েক মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে গোলাপগঞ্জ উপজেলা। শিলাবৃষ্টিতে আহত হয়েছেন শতাধিক মানুষ।
গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ১০টার দিকে ঝড় ও শিলাবৃষ্টির পর রাত ১১টা থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রোগীরা আসতে থাকেন।
উপজেলার প্রায় অর্ধশতাধিক শিশু, নারী ও পুরুষ শিলাবৃষ্টিতে আহত হয়ে চিকিৎসা নিয়েছেন যার মধ্যে বেশিরভাগই মাথা-কপাল, ঘাড়, হাতে আঘাতপ্রাপ্ত হয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়াও স্থানীয় ফার্মেসীতে চিকিৎসা নিয়েছেন অনেকেই। তাছাড়া অনেকে ঘরেই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুদর্শন সেন বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় ৪০ জনের উপরে রোগীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এরমধ্যে ৩জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।