
গোলাপগঞ্জে উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ও দলিল লেখক সমিতির সভাপতি জাকারিয়া হোসেন উজ্জলকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার রাতে উপজেলার ঢাকাদক্ষিণ বাজার থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার (২৫ জুলাই) তাকে কোর্টে চালান দেয়া হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত উজ্জল দলিল জালিয়াতি মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ছিলেন। তার বাড়ী উপজেলার ঢাকাদক্ষিণের দত্তরাইল গ্রামে। তিনি ঢাকাদক্ষিণ সাব রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক সমিতির সভাপতি। এছাড়া উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ছাড়াও ঢাকাদক্ষিণ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য।
এ ব্যপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফজলুল হক শিবলী জানান, গ্রেপ্তারকৃত উজ্জল দলিল জালিয়াতি মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ছিলেন। গ্রেপ্তারের পর বুধবার তাকে কোর্টে চালান দেয়া হয়েছে।