গোলাপগঞ্জে তাজ হত্যায় নাহিদ, সরওয়ার, সুয়েব ও লুৎফুরসহ আসামি ৪৮

সিলেটের গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত তাজ উদ্দিন হত্যার ঘটনায় গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২৮ আগস্ট) রাতে তাজ উদ্দিন নিহতের ঘটনায় তার স্ত্রী রুলি বেগম (২৮) বাদি হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় ২৮ জনের নামোল্লেখ ও অজ্ঞাত ২০ জনকে আসামি করে এ মামলায় দায়ের করেন। (মামলা নং: ১৪/১৪২ তাং: ২৮/৮/২০২৪ইং)৷

মামলার বিষয়টি নিশ্চিত করেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মদ আব্দুন নাসের।

এজাহার সূত্রে জানা যায়, নিহত তাজ উদ্দিন হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া রয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য সরওয়ার হোসেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার্ড বদরুল ইসলাম সুয়েব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমানসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ২৮ জন নেতাকর্মী।

প্রসঙ্গত, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত হোন তাজ উদ্দিন। তাজ উদ্দিন ছাড়াও এদিন গোলাপগঞ্জের আরও ৫ জন গুলিবিদ্ধ হয়ে মারা যান। ৬জন নিহতের ঘটনায় ইতিমধ্যে গোলাপগঞ্জ থানায় ৬টি মামলা দায়ের করা হয়েছে।