সিলেটের গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত গৌছ উদ্দিন হত্যা মামলায় ৩৮৪ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। রোববার (২৫ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মদ আব্দুন নাসের।
মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে প্রধান আসামি করে ১৩৪ জনের নামোল্লেখ করে অজ্ঞাত ২০০/২৫০ জনকে আসামি করে এ মামলা দায়ের করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ আগস্ট নিহত গৌছ উদ্দিনের ভাতিজা রেজাউল করিম (২৪) বাদি হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় ১৩৪ জনের নামোল্লেখ করে ও অজ্ঞাত ২০০/২৫০ জনকে আসামি করে গোলাপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগটি পরবর্তীতে গোলাপগঞ্জ থানায় মামলায় অন্তর্ভুক্ত করা হয় যার মামলা নং-(০৮/১৩৬, ২৩/০৮/২০২৪ইং)।
প্রসঙ্গত, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত হোন উপজেলার উত্তর ঘোষগাঁও গ্রামের সিএনজি অটোরিকশা চালক গৌছ উদ্দিন। এদিন গোলাপগঞ্জে গুলিতে আরও ৫ জন মৃত্যুবরণ করেন।