সিলেটের গোলাপগঞ্জে মা-বাবার নামে প্রতিষ্ঠিত সৈয়দ মুহিবুল-পিয়ারা ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে পবিত্র রমজান মাস উপলক্ষে গরীব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (২৩ মার্চ) দুপুর ২টায় উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের কদমরসুল গ্রামে ট্রাস্টের কার্যালয়ে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ ফরহাদুর রবের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা জিয়াউর রহমান জাবেরের পরিচালনায় বক্তব্য রাখেন- এবি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর, রোটারিয়ান এডভোকেট মো. আমিনুল ইসলাম, সিলেট জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এম এ ওয়াদুদ এমরুল, পশ্চিম আমুড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান কামরান হোসেন, সাবেক ইউপি সদস্য তুহিন আহমদ, রংধনু মানব কল্যাণ সংস্থার সভাপতি তাজুল ইসলাম রাসেল।
এছাড়াও উপস্থিত ছিলেন, ইউপি সদস্য আনোয়ার হোসেন খোকা, যুবলীগ নেতা তুরন আহমদ প্রমুখ।
এসময় অন্তত আড়াইশ দরিদ্র মানুষের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
শেষে দোয়া পরিচালনা করেন জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া আমনিয়া কদমরসুল মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা নুরুল হক।