গোয়াইনঘাটে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশী যুবক নিহত

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দিতে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশী এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবক বিছনাকান্দি ইউনিয়নের বাগাইয়া দক্ষিণ পাড়া গ্রামের রুসন আলীর ছেলে।

স্থানীয়র জানান শুক্রবার (২৯ ডিসেম্বর) দিবাগত-রাত ৯টার দিকে রুসন আলীর ছেলে কাওছার আহমদ চোরাই পথে ভারতীয় চিনি পাচারের জন্য বিছনাকান্দি সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেন। এসময় ভারতের একটি বাগানের পাহারাদার কাওছাকে লক্ষ্য করে গুলি করলে ঘটনাস্থলেই কাওছারের মৃত্যু হয়। এসময় কাওছারের সাথে থাকা অপর যুবক মোটরসাইকেল যোগে কাওছারের মৃতদের বাড়িতে নিয়ে আসেন।

খবর পেয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম তাৎক্ষণিকভাবে গোয়াইনঘাট থানার এসআই এনামুলকে কাওছারের বাড়িতে প্রেরণ করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ এখনো ঘটনাস্থলে পৌঁছায়নি।

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ‘বিছনাকান্দি সীমান্তে কাওছার নামের এক যুবকের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর খবর পেয়েছি। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে একদল পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে পাঠিয়েছি। তবে যুবকটি কি ভাবে মারা গেছে তা এখনো জানা যায়নি।’