সিলেটের গোয়াইনঘাটে উপজেলা পরিষদ কার্যালয়ের নিকটবর্তী আবাসিক এলাকার অধিবাসীদের বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা জনস্বাস্থ্য ও বিশুদ্ধ পানি সরবরাহ বিষয়ক স্থায়ী কমিটির আয়োজনে এবং জাপান ইন্টারন্যাশনাল কো অপারেশন এজেন্সী (জাইকা)’র সহযোগিতায় অনুষ্ঠিত এ বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব ও সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান।
এ সময় প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন- গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ।
এতে উপজেলার বিভিন্ন স্তরের জন প্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ কর্মশালায় বর্জ্য ব্যবস্থাপনার সার্বিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রকল্প কার্যক্রম উপস্থাপন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাহমিলুর রহমান।