সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে গুচ্ছগ্রাম সীমান্তযুব সংঘের উদ্যোগে গুচ্ছগ্রাম প্রিমিয়ার লীগ (জিপিএল) এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
খেলায় নির্ধারিত সময়ে মধ্যে ১-০ গোলে স্পোর্টিং গুচ্ছ গ্রাম একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে গুচ্ছগ্রাম কিংস একাদশ।
শনিবার (১০ ডিসেম্বর) বিকেল ৩টায় স্থানীয় গুচ্ছগ্রাম বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সীমান্তু যুব সংঘের সভাপতি ও ৩নং পূর্ব জাফলং ইউনিয়নের পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নানের সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজসেবক ইসমাইল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড ইউপি সদস্য জালাল উদ্দীন, গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক করিন মাহমুদ লিমন, বৃহত্তর জাফলং পর্যটন কেন্দ্র সমবায় সমিতির সাধারণ সম্পাধক সেলিম মিয়া, জাফলং ফটোগ্রাফার সমবায় সমিতির সহ সভাপতি সুলতান রাজা, সাধারণ সম্পাদক রাজু আহমেদ, গুচ্ছগ্রাম সীমান্ত যুব সংঘের সহ-সভাপতি নাজিম আহমেদ, মুরব্বি চেরাগ মিয়া, ব্যবসায়ী লিটন মিয়া, মনির মুরাদ, পরিচালনা কমিটির সদস্য- করিম আহমেদ, সোহেল আহমেদ, সাকিল মিয়া, দুলাল মিয়া, মাসুক আহমেদ প্রমুখ।
খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।