গণতন্ত্র পুনরুদ্ধার করে নির্বাচনে আসবে বিএনপি : দিরাইয়ে গয়েশ্বর

বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, গণতন্ত্র আজ বন্দীদশায়, গণতান্ত্রিক অধিকার থেকে জনগণ আজ বঞ্চিত। গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করেই বিএনপি নির্বাচনে আসবে। দেশের জনগণের সম্পদ লুটপাটকারী বর্তমান আওয়ামী লীগ সরকারের অধীনে বিএনপি আর কোন নির্বাচনে আসবে না।

রোববার (৩ জুলাই) দুপুরে শাল্লা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জনগণের অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকারকে কোন ছাড় দেয়া হবে না জানিয়ে বলেন, ‘জনগণকে সঙ্গে নিয়ে প্রভাবমুক্ত নির্বাচনের পরিবেশ তৈরি করা হবে। মনে রাখবেন; যে দিন বিএনপি নেতাকর্মীরা ভোট দিতে পারবেন সেদিনই আমরা নির্বাচনে আসবো।’

উপজেলা বিএনপি সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান গনেন্দ্র চন্দ্র সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আউয়ালের সঞ্চালনায় যাত্রাপুর গ্রামের মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন- বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য নিপুন রায়, জেলা বিএনপি সভাপতি সাবেক সাংসদ কলিমউদ্দিন আহমেদ মিলন, সাধারণ সম্পাদক এডভোকেট নরুল ইসলাম নরুল প্রমুখ। সভা শেষে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণে সার্বিক সহযোগিতা করেন, জেলা বিএনপি উপদেষ্টা এডভোকেট তাহির রায়হান পাবেল।

এরপর বিকেল ৫টার দিকে দিরাই পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে নারী ও শিশু অধিকার ফোরামের আয়োজনে বানভাসিদের মধ্যে ত্রাণ বিতরণপূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- গয়েশ্বর চন্দ্র রায়।

নারী ও শিশু অধিকার ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর রেজাউল হাসান চৌধুরী কয়েছ লোদীর সভাপতিত্বে ও সুনামগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেলের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন- বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায়, সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম, জেলা বিএনপি সভাপতি সাবেক সাংসদ কলিমউদ্দিন আহমেদ মিলন, সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম নুরুল, সহ-সভাপতি আব্দুল লতিফ জেপি প্রমুখ।

সভা শেষে বন্যার্তদের মধ্যে নারী ও শিশু অধিকার ফোরামের পক্ষ থেকে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।