গণঅধিকার পরিষদের প্রথম কাউন্সিলে সভাপতি নির্বাচিত হয়েছেন দলের সদস্যসচিব নুরুল হক নুর। এছাড়া সাধারণ সম্পাদক হয়েছেন মুহাম্মদ রাশেদ খান। তবে নির্বাচিত হতে পারেননি শেষ মুহূর্তে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়া রেজা কিবরিয়াপন্থি হাসান আল মামুন।
দলের সদস্য সচিব নুরুল হকের সমর্থকদের ঘোষিত কাউন্সিল শেষে সোমবার (১০ জুলাই) রাত সাড়ে ১০টায় নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশন আরিফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার তোফাজ্জল হোসেন ও তৌফিক শাহরিয়ার।
রাজধানীর পল্টনে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে দলের প্রথম কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন হয়। দলের গঠনতন্ত্র অনুযায়ী উচ্চতর পরিষদের আট সদস্য পদেও ভোট হয়। তবে দলের আহ্বায়ক রেজা কিবরিয়ার অনুসারীদের একটি অংশ কাউন্সিলে অংশ নেয়নি।
গণঅধিকার পরিষদ সূত্রে জানা যায়, জাতীয় কাউন্সিলের ভোটার ২১৬ জন।
দলের উচ্চতর পরিষদের ভোটে জয়লাভ করেন আবু হানিফ, ফাতেমা তাসনিম, আব্দুজ জাহের, নুরে এরশাদ সিদ্দিকী, জসিম উদ্দিন, শাকিল উজ্জামান, হানিফ খান ও শহিদুল ইসলাম।
গণঅধিকার পরিষদের কাউন্সিলে সভাপতি পদে প্রার্থী ছিলেন তিনজন। সদস্য সচিব নুরুল হক ছাড়া অপর দু’জন হলেন যুগ্ম আহ্বায়ক নাজমুল উস সাকিব ও সহকারী আহ্বায়ক বায়েজিদ শাহেদ।
সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন পাঁচজন। তারা হলেন যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, বিপ্লব কুমার পোদ্দার, মাহফুজুর রহমান খান, হাসান আল মামুন ও যুগ্ম সদস্য সচিব জিল্লু খান। উচ্চতর পরিষদের ৮টি পদের বিপরীতে প্রার্থী ছিলেন ১৮ জন।