পাল্টা হামলা চলছে রাশিয়া ইউক্রেনে। আজ রাশিয়া হামলা করছে তো আবার কাল ইউক্রেন। সম্প্রতি ইউক্রেনীয় সেনারা রাশিয়ার সঙ্গে যুক্ত করা ইউক্রেনের খেরসন অঞ্চল দখলে নিতে প্রচন্ড হামলা চালাচ্ছে। প্রতিদিনই চলছে রকেট হামলা।
এই পরিস্থিতিতে খেরসন থেকে বাসিন্দাদের নিরাপদে সরে যেতে বলেছেন অঞ্চলটিতে মস্কোর নিয়োগ করা নেতা ভ্লাদিমির সালদো। বিবিসির এক খবরে এমন তথ্য জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) খেরসনের বাসিন্দাদের নিজেদের রক্ষায় রাশিয়ায় গিয়ে অবকাশযাপন ও পড়ালেখা করার আহ্বান জানান ভ্লাদিমির সালদো। এ কাজে মস্কোর সহায়তাও চান তিনি। পরে রাশিয়ার সরকারি টেলিভিশনে দেয়া বক্তব্যে একই কথা বলেন রাশিয়ার উপপ্রধানমন্ত্রী মারাত খুসনুলিন।
খুসনুলিনের বরাত দিয়ে বিবিসি জানায়, খেরসনসহ দেশের অন্য অঞ্চলগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নিতে সহায়তা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। হামলার মুখে যারা নিজ এলাকা থেকে চলে যাবে, তাদের থাকার জায়গাসহ প্রয়োজনীয় সবকিছু বিনা মূল্যে সরবরাহ করব আমরা।’
ভ্লাদিমির সালদো বলেন, খেরসন, নোভা কাখোভকাসহ এ অঞ্চলের অনেক শহর প্রতিদিন ইউক্রেনের রকেট হামলার শিকার হচ্ছে। এতে এসব শহরের অবকাঠামোগুলোর ব্যাপক ক্ষতি হচ্ছে। লোকজনকে নিরাপদে সরে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাশিয়া নিজেদের জনগণকে ত্যাগ করবে না।
যদিও খেরসনে হামলা বিষয়টি অস্বীকার করেছে ইউক্রেন। সম্প্রতি দেশটির সেনারা খেরসনের উত্তর–পশ্চিমাঞ্চলের কিছু এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেয়। তারা এখন অঞ্চলটির রাজধানীর দিকে এগোচ্ছেন।