
সিলেট শহরতলীর খাদিমপাড়া এলাকায় সিলেট-তামাবিল মহাসড়কে দ্রুতগামী ট্রাক ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে ট্রাক্টরের চালক নিহত হয়েছেন।
নিহতের নাম সাইদুর রহমান (২৮)। তিনি সিলেট সদর উপজেলার খাদিমপাড়াস্থ মলাইটিলার আয়াছ আলীর ছেলে।
জানা গেছে, শুক্রবার (৩ মার্চ) সকাল ৮টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের খাদিমপাড়াস্থ জহিরিয়া উচ্চবিদ্যালয়ের সামনে ট্রাক ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় গাড়ি দুটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ ঘটনায় ট্রাক্টরের চালক সাইদুর রহমান ঘটনাস্থলেই নিহত হন।
সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপি’র শাহপরান থানার এসআই মনিরুজ্জামান।