সিলেটের কোম্পানীগঞ্জে ২৩তম মরহুম ফারুক আহমদ স্মৃতি বৃত্তি পরীক্ষা শুক্রবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
বৈরী আবহাওয়ার মধ্যেও উপজেলার ৫২টি প্রাথমিক ও ১৫ টি উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের চতুর্থ ও সপ্তম শ্রেণির ৩৪০ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে। অনুপস্থিত ছিলো ৭ জন শিক্ষার্থী।
পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে ছিলেন, পরীক্ষা নিয়ন্ত্রক ও পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মালিক, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আমিনুর রহমান জসিম। মাধ্যমিক হল-সুপারের দায়িত্বে ছিলেন শফিকুল ইসলাম, সহ হল-সুপার জিয়াউর রহমান মিজান। প্রাথমিক হল-সুপারের দায়িত্ব ছিলেন শাহরিয়ার আল আজাদ, সহঃ হল-সুপার বাবু আরাধন সরকার।
এসময় বৃত্তি পরীক্ষা পরিদর্শন করেন, মরহুম ফারুক আহমদ স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন, দক্ষিণ রণিখাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিদ্দিকুর রহমান রোকন, সাংবাদিক আকবর রেদওয়ান মনা, কবির আহমদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি ওমর আলী, সহ-সভাপতি ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ রাসেল, ছাত্রলীগ নেতা আফজাল হোসাইন প্রমুখ।