কোম্পানীগঞ্জে নানা আয়োজনে শুভ জন্মাষ্টমী পালিত

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় নানা আয়োজনে শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে।

শুক্রবার (১৯ আগস্ট) কোম্পানীগঞ্জ পূজা উদযাপন পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ সংলগ্ন বালিকা বিদ্যালয় মাঠে শ্রী কৃষ্ণের ৫২৪৮তম আবির্ভাব তিথি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

কোম্পানীগঞ্জ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রকাশ চন্দ্র সরকারের সঞ্চালনায়, সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি নরেশ চন্দ্র দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং।

প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, ‘আমাদের ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে চলতে হবে। আমাদের মত প্রকাশের যেমন স্বাধীনতা আছে তেমনি অবাধ স্বাধীনতা অন্যের কষ্টের কারণ যেন না হয় সেদিকে সবাইকে দৃষ্টি দিতে হবে। সুন্দর সমাজ গঠনে ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে চলতে হবে।’

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আপতাব আলী কালা মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত চক্রবর্তী, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কোম্পানীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অখিল চন্দ্র বিশ্বাস।

এছাড়া উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হুমায়ুন কবির মছব্বির, সদস্য শাহ-আলম, কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আব্দুর রহমান, পূর্ব ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল আলীম, কোম্পানীগঞ্জ উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সহ-সভাপতি ফনিন্দ্র চন্দ্র সরকার, কোম্পানীগঞ্জ পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা কাজল রায়, শৈলন চন্দ্র নাথ, কুমেশ বিশ্বাস, হরিন্দ্র বিশ্বাস, প্রভাত বিশ্বাস, কোম্পানীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি জিতেন্দ্র বিশ্বাস, বিজয় সিংহ রিংকু, কোম্পানীগঞ্জ পূজা উদযাপন পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক সুবোধ রঞ্জন দাস বুলি, রানু বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক বীজন সরকার, সীতেশ চন্দ্র দাস, কোষাধ্যক্ষ গৌরাঙ্গ দে, গণসংযোগ বিষয়ক সম্পাদক সঞ্জিবন সরকার, খোকন রঞ্জন দে, জগদীশ দেব, বিধান দাস, বিনোদ সরকার, যুতিষ্টির বিশ্বাস, রতি তালুকদার, সঞ্জয় সরকার, অভিনাস বিশ্বাস, পরিতোষ বিশ্বাস, সুখময় বিশ্বাস, উকেন্দ্র বিশ্বাস সহ প্রমুখ।

আলোচনা সভার পূর্বে পূজা উদযাপন পরিষদের নেতৃত্বে কয়েক হাজার ভক্ত সমর্থক নিয়ে নগর সংকির্তন শোভাযাত্রা উপজেলা পরিষদ থেকে র‍্যালি করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।