‘কেউ নির্বাচন বানচাল করতে পারবে না, জনগণ উন্নয়ন চায়’

সুনামগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, জামায়াত-বিএনপি বিভিন্ন ধরণের দেশবিরোধী ষড়যন্ত্র করছে। বিদেশি প্রভুদের হাত করে নির্বাচন বানচালের চেষ্টা চালাচ্ছে। কিন্তু বাংলাদেশের মানুষ তাদের এই অপচেষ্টা বাস্তবায়ন হতে দিবেনা। কোনো অপশক্তিই নির্বাচন ভন্ডুল করতে পারবে না।

তিনি বলেন, কেউ নির্বাচন বানচাল করতে পারবে না, জনগণ উন্নয়ন চায়, দেশের মানুষ শান্তিতে থাকতে চায়।

সোমবার (১ জানুয়ারী ) বিকাল ৩ টায় জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের রসুলগঞ্জ বাজারে নির্বাচনী জনসভার আয়োজন করে ইউনিয়ন আওয়ামী লীগ। জনসভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন এমএ মান্নান।

পরিকল্পনা মন্ত্রী আরও বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে না বলেই বিদেশি শক্তি ধার করে দেশের মানুষের বিরুদ্ধে ব্যবহার করতে চায়। দেশের মানুষের স্বাধীনতায় হস্তক্ষেপ করে আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মারে। দরিদ্রদের জীবিকার বাহন আগুনে পুড়িয়ে দেয়। এ সব কেবল স্বাধীনতা বিরোধী শক্তিরাই করতে পারে।

তিনি বলেন, যেসব দেশ বাংলাদেশের স্বাধীনতার বিরোধীতা করেছিল; সে সব দেশের সঙ্গে চক্রান্ত করে নির্বাচন বন্ধ করতে চায় বিএনপি-জামায়াত। দেশের জনগণ মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের মতো করে এসব চক্রান্তের জবাব দিবেন।

জনসভায় পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জমশেদ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, সাধারণ সম্পাদক নাদের বক্স পলিন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সিদ্দিক আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর ইসলাম, ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, পাটলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আঙ্গুর মিয়া প্রমুখ।