কানাডায় বাস-ট্রাক সংঘর্ষে ১৫ জন নিহত

কানাডায় বাস-ট্রাকের সংঘর্ষে ১৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

বৃহস্পতিবার দেশটির ম্যানিটোবা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহতদের প্রায় সবাই বৃদ্ধ। তারা কারবেরির একটি ক্যাসিনোতে যাচ্ছিলেন। ওই ক্যাসিনোর মুখপাত্রের বরাতে সিবিসি নিউজ এ তথ্য জানায়।

ম্যানিটোবা রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার রব হিল বলেন, ‘এটা ম্যানিটোবা ও কানাডার ভয়ানক দুর্ঘটনাগুলোর একটি। দুঃখ নিয়েই দিনটি মনে রাখা হবে।’

প্রত্যক্ষদর্শী নির্মেশ ভাদেরা বলেন, ‘মহাসড়কের পাশে আমার অফিস। দুর্ঘটনার শব্দে ছুটে এসে দেখি, সড়ক থেকে ছিটকে পড়া বাসটিতে আগুন জ্বলছে। সেই জ্বলন্ত গাড়ি থেকে উদ্ধারকর্মীরা যাত্রীদের বের করে আনছেন।’

পুলিশ জানায়, বাসটিতে ২৫ জন যাত্রী ছিলেন। ১০ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাকের চালক বেঁচে আছেন। কার ভুলে সংঘর্ষ হয়, তা তাদের কেউ পুলিশের কাছে বলতে চাইছেন না।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ ঘটনায় শোক প্রকাশ করেন। এক টুইট বার্তায় তিনি লেখেন, ‘যারা প্রিয়জন হারিয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা। তারা যে ব্যথা অনুভব করছেন, তা আমি কল্পনাও করতে পারি না। দুর্ঘটনার খবর শুনে আমার হৃদয় ফেটে যাচ্ছে।’

২০১৮ সালে হকি খেলোয়াড়দের বহনকারী বাসে ট্রাকের ধাক্কায় ১৬ জন প্রাণ হারান। ২০১৯ সালে আদালত ট্রাকচালককে আট বছরের কারাদণ্ড দেয়।

উত্তর আমেরিকার দেশ কানাডার ইতিহাসে ১৯৯৭ সালে সবচেয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। এতে ৪৪ জন নিহত হন।