কানাইঘাটে পরোয়ানাভুক্ত ৩ আসামি গ্রেপ্তার

কানাইঘাটে ৪টিতে সাজা ও আটটি পরোয়ানাভুক্ত ৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ও আজ সোমবার ভোরে পৃথক জায়গায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন, কানাইঘাট থানায় কর্মরত এসআই দেবাশীষ শর্ম্মা।

তিনি জানান, রোববার দুপুরে এএসআই অলিউল হাসানের নেতৃত্বে কানাইঘাট থানা পুলিশের একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকার মিরপুর-১ থেকে ২টি সাজা পরোয়ানাসহ মোট ৬টি পরোয়ানাভুক্ত আসামি হেলাল উদ্দিন (৪২)কে র‌্যাব-৩ এর সহযোগীতায় গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত হেলাল উদ্দিন কানাইঘাট উপজেলার লামা দলইকান্দি গ্রামের মৃত মাওলানা আব্দুস সালামের ছেলে।

এসআই মাসুম আলম এবং এএসআই রায়হান মিয়ার নেতৃত্বে অপর একটি দল সোমবার ভোরে কানাইঘাট থানাধীন গাছবাড়ী এলাকায় অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি মো. আব্দুস শহিদকে এবং সড়কের বাজার থেকে মিজান আহমদ (৪২) নামে আরেক পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করে।

আব্দুস শহিদ কানাইঘাটের বড়দেশ বাজার গ্রামের ইউসুফ আলীর ছেলে ও মিজান আহমদ ডালাইচর এলাকার মৃত ইব্রাহীম আলী ওরফে লাল মিয়া বাবুর্চির ছেলে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন এসআই দেবাশীষ শর্ম্মা।