সিলেট নগরীর কাজীরবাজার থেকে দুই ছিনতাইকারীকে ধাওয়া দিয়ে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।
আটক দুই ছিনতাইকারী হলো, দক্ষিণ সুরমা লালাবাজার এলাকার বাবুল আহমদের ছেলে মো. রুবেল আহমদ (২০) ও নবীগঞ্জের মান্দারগ্রামের মৃত রানা মিয়ার ছেলে সুবেল মিয়া (৩২)। এসময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত নগদ টাকা এবং একটি চাকু উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, সোমবার দিবাগত মধ্যরাত আনুমানিক ৩টার দিকে রনু চন্দ্র দেব (৩৬) নামে এক রিকশা চালক কাজ শেষে দক্ষিণ সুরমা ট্যাকনিকেল কলেজের পাশে গ্যারেজে রিকশা জমা দিয়ে পায়ে হেঁটে কাজীরবাজার ব্রিজের উপর দিয়ে জিতু মিয়ার পয়েন্টে নামার মুখে ৪/৫ জন ছিনতাইকারী তার গলায় চাকু ধরে একটি মোবাইল ও নগদ অর্থ ছিনিয়ে নেয়।
এসময় তার শোরচিৎকারে আশে পাশের পথচারীরা ধাওয়া দিয়ে মো. রুবেল আহমদ (২০) ও সুবেল মিয়া (৩২) নামের দুই ছিনতাইকারীকে আটক করেন। এছাড়া অজ্ঞাতনামা আরও ২/৩ জন ছিনতাইকারী পালিয়ে যায়।
পরবর্তীতে লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই এএইচএম রাশেদ ফজলের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটক দুই ছিনতাইকারীকে তাদের হেফাজতে নেন।
এ ঘটনায় ভিকটিম রনু চন্দ্র দেব বাদি হয়ে আটক দুই ছিনতাইকারীসহ অজ্ঞাতনামা আরও ২/৩ জনের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং-২৫, তারিখ-১১/০৪/২০২৩খ্রিঃ।